October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস 

১৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস 

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের কারেন্টজাল ও চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। এসময় ব্যবসায়ী আঃ মতিনকে এক হাজার টাকা জরিমানা করেছে।

(১৬ জুলাই)মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় নারুয়া বাজারে অভিযান চালিয়ে আঃ মতিনের গুদাম থেকে ৩৯৩টি কারেন্টজাল ও ৩৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করে। বিকেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, আঃ মতিন দীর্ঘদিন ধরে সরকার নিষিদ্ধ কারেন্টজাল, চায়না দুয়ারী বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী আঃ মতিনের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ লক্ষ টাকা মুল্যের ৩৯৩টি কারেন্টজাল ও ৩৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে। বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, সহকারী কমিশনার (ভমি) হাসিবুল হাসান,মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগীতা করেন বালিয়াকান্দি থানা পুলিশ।এসময় ব্যবসায়ী আঃ মতিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *