October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > পাংশা উপজেলা > অস্ত্রসহ সম্রাট বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ সম্রাট বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গা এলাকা থেকে বুধবার রাতে একটি ওয়ান শুটারগানসহ স¤্র্রাট বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের নাওড়া বনগ্রামের বিশ^জিৎ মন্ডলের েেছলে দ্বিগবিজয় মন্ডল ও রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের ফরিদ শেখের ছেলে মো. মামুন শেখ।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে খামারডাঙ্গা এলাকায় বঙ্গবন্ধু সরকারি কলেজের বারান্দা থেকে অস্ত্রসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা দুজন ভারতে পালিয়ে থাকা স¤্রাট বাহিনীর সদস্য্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, স¤্রাটের নির্দেশে পাংশাসহ আশেপাশের এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যেই অস্ত্রসহ তারা সেখানে অবস্থান করছিল। গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা রয়েছে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় পাংশা থানায় অস্ত্র আইনে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *