October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > ফল ব্যবসায়ীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা

ফল ব্যবসায়ীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে ফল ব্যবসায়ীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা সংস্থার নিজ কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয়।

সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারাসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন বিষয়ে উপস্থিত সকলকে অধিকতর সচেতন করার লক্ষ্যে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সভায় জানানো হয় নিয়মিত বাজার তদারকি ও লিখিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা চলমান রাখার পাশাপাশি সচেতনতাবৃদ্ধিমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার বাংলাদেশ নিরাপদ খাদ‌্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় রাজবাড়ী আসিফুর রহমান মহোদয়।

সভায় উভয় আমন্ত্রিত বক্তা উপস্থিত ফল ব‌্যবসায়ীবৃন্দের উদ্দেশ‌্যে চলমান সময়ের বাজারে প্রচলিত মৌসুমী ফল লিচুসহ সার্বিক ফল ব‌্যবসা ও সকল প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম যথাযথ সরকারী বিধি ও নীতি নৈতিকতার অধীনে পরিচালনা করবার জন‌্য উৎসাহ ও নির্দেশনা প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *