৯ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। গত রোববার দুপুরে তারা এ স্মরকালিপি দেয়।
সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পরভীন সালমা সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ফেব্রæয়ারি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের একটি গ্রামে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় যুবক তামিম শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলেও এখনও সে গ্রেপ্তার হয়নি।
বিষয়টিতে তারা উদ্বিগ্ন ও শঙ্কিত উল্লেখ করে অবিলম্বে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।