না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক মোয়াজ্জেম হোসেন মজনু (৬০)। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোয়াজ্জেম হোসেন মজনু খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। ২০০২ সালে আলাদীপুরে তিনি আপন শিল্পী গোষ্ঠি নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনটির সভাপতি ছিলেন তিনি। আপন শিল্পী গোষ্ঠি রাজবাড়ীতে এখন সুপ্রতিষ্ঠিত। রাজবাড়ীতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করতেন তিনি ও তার দল। তার গানের কণ্ঠে মোহিত করতেন দর্শকদের। আপন শিল্পী গোষ্ঠির পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। তার অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুর তিনটায় আলাদীপুর হাইস্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক রবিউল রবি, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, লেখক-পাঠক কেন্দ্রের আহŸায়ক কবি নেহাল আহমেদ শোক প্রকাশ করেছেন।