October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে রুবেল সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রুবেল রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামের অকুল সরদারের ছেলে। নিহত লিপি বেগম একই উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের এলেম শেখের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, রুবেল সরদার মাদকসাক্ত ও ভবঘুরে ধরনের ছিল। মাঝে মধ্যেই সে তার স্ত্রী লিপি বেগমকে নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৯ জানুয়ারি তারিখে রুবেল সরদার কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা এলেম আলী শেখ বাদী হয়ে ২০২২ সালের ২০ জানুয়ারি তারিখে পাংশা থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী শেখ। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *